Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

এমন বৃষ্টির দিনে

মাঠে-ঘাটে খালে বিলে অবিরাম বারিধারা,
মেতে ওঠে পাতা জল সবুজের মাতোয়ারা।
টিনশেডে সুর ওঠে কী দারুণ রিনিঝিনি!
জল পড়ে পাতা নড়ে সখ্যতার বিকিকিনি।

ডালি ভরা কত ফুল কেয়া, কদম, কামিনী,
রক্তজবা, নানা ফুলে হাসে প্রভাত যামিনী।
লোক নেই মাঠেঘাটে গাছতলে ভিজে কেউ
দূর থেকে শোনা যায় কুকুরের ঘেউ-ঘেউ।

নদ-নদী ডোবা-নালা বিলে-ঝিলে খেলে মাছ,
কানাবগি ধ্যানে আছে গেছোব্যাঙ চড়ে গাছ।
রোদ-বৃষ্টি বিয়ে খেলা খালে-বিলে সোনাব্যাঙ,
ঘ্যাগ-ঘ্যাগ ডাকাডাকি নেচেনেচে তোলে ঠ্যাং।

কাদা মেখে খেলে যায় দুষ্ট গাঁয়ের ছেলেরা,
জানালার পাশে বসে দেখে চপল মেয়েরা।
দিচ্ছে উঁকি ঝিঙে, কচু মাচাভরা কদমফুল,
বৃষ্টি জলে ধুয়ে যাক শুদ্ধ হোক হৃদ-মূল।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ