কারবালার শপথ
এজিদের অবিচার
রুখে দিবে বারবার
হোসেনের তলোয়ার।
মজলুম জনতার
ফিরে পেতে অধিকার
হোসেনের দরকার।
যেথায় আসে অভিঘাত
জোরে করে প্রতিঘাত
বেছে নাও শাহাদাৎ।
শোকের এ চেতনায়
জেগে ওঠো মৃতপ্রায়
ভেসে যাবে অন্যায়।
উঁচু করে স্বীয় শির
হাতে নিয়ে বিষতীর
আগুয়ান হও বীর।
চোখে ভাসে কারবালা
বুকে আছে শোকজ্বালা
মুখে কারা দেয় তালা?
হয়ে সবে সোচ্চার
বলো মুখে একবার
আল্লাহু আকবর।
দূর করো সব ভয়
সাথে আছে দয়াময়
নিশ্চয় হবে জয়।