আমরা মানুষ গড়ার কারিগর
আমরা মানুষ গড়ার কারিগর
আমাদের থাকার নাই ঘর,
আমাদের দু:খ জীবন ভর
আমাদের সবাই করে পর।।
শুধুই ছালাম পেয়ে চলে না সংসার
পরিবারের ভরণ পোষণ আর অর্থনৈতিক অত্যাচার,
অভাব অনটনে জোটেনা তিন বেলার আহার
নিজের কাছে নিজেরে করি ডর,
আমরা দেশ গড়ার কারিগর।
আমাদের বেতন দেয় না, দেয় অনুদান
আমাদের মুখেই মানসম্মান,
আমরা পদে পদে হই অপমান,
আমাদের অপমান সে আমাদেরই দান
আমাদের অপমান করে আমাদেরই সন্তান।
আমাদের বুকে কষ্টার্জিত বেদনার চর
আমরা মানুষ গড়ার কারিগর।
দুঃখ আমাদের সাথী থাকে পাশাপাশি
আমাদের কান্না দেখলে করে হাসাহাসি,
আমাদের চোখের জল করে টলমল
কেউ দেখে না সবই অবজ্ঞার ফল
আমাদের পুরো জীবনটাই নড়বড়
আমরা মানুষ গড়ার কারিগর
আমরা দেশগড়ার কারিগর।
কারো বুটের লাথি আমাদের চলার সাথী
আমাদের জীবন আজ নিবুনিবু বাতি।
আমাদের ঘরে কভু আলো জ্বলে কভু জ্বলে না
আমাদের চাওয়া পাওয়ার কথা কেউ বলে না।
আমরা এভাবেই চলছি জীবনভর
আমরা মানুষ গড়ার কারিগর।
আমরা দেশ গড়ার ও কারিগর।