তিনটি কবিতা
প্রেম ধীরে মুছে যায়
কী কথা বলিছ তুমি
সোহানের সাথে;
চোখে রেখে তব চোখ
হাত রেখে হাতে!
কতদিন চলে যায়
দেখিতে না পাই:
তোমাদের কাছে আজি
প্রশ্ন করি তাই!
মনে পড়ে মেঠোপথে
পাশাপাশি বসে;
প্রেমের গল্প যেতাম
অনিবার খসে!
আকাশেরতলে আর
ফুলের কাননে,
প্রেম ধীরে মুছে যায়
আজি প্রতিক্ষণে!
সূর্যোদয়ে
ভোর বিহানে সূর্যোদয়ে
শিশিরভেজা ঘাসে;
ঝিলিমিলি করে আলো
মুক্তা হয়ে হাসে!
প্রকৃতিটা সাজ ধরেছে
সতেজ বুনোলতা;
মিষ্টি রোদের পরশ পেয়ে
বলছে কত কথা!
পাখপাখালি কলতানে
উড়ছে পাখা মেলে;
শ্যামলিমা উৎসবমুখর
মাছ ধরছে তাই জেলে।
কামার, কুমার, তাঁতী, মাঝি
ব্যস্ত তাদের কাজে;
উদাস বাউল গান ধরেছে
একতারাটা বাজে!
কাস্তে হাতে কৃষক মাঠে
রাখাল বাজায় বাঁশি,
কিশোরী তার এলোচুলে
হাসে মিষ্টি হাসি!
নববধূ কলসী কাঁখে
বারি তুলে ঘাটে;
উদাস পথিক পথ হারালো
আনমনে তাই হাঁটে!
মর্মস্পর্শী যাতনা
সারাটি জীবন শুধু অধরায় তুমি,
আশা মোর গুড়ে বালি হৃদ মরুভূমি।
মিনতি করে তোমায় ফেরানো গেলো না,
ভালোবাসা নামে বুঝি করেছো ছলনা!
এই চোখ কবেকার কৌতূহলী ভাষা?
থুতনিতে হাত রেখে মনে দিতো আশা!
কোথাও পাইনি খুঁজে শান্তির পরশ;
আগাবে-প্লুত তবুও চেতনা হরষ!
ভ্রান্তির ছলনে কেন ডুবালে এ প্রাণ
চকিত হৃদ আকাশ পায় না সন্ধান
অনন্যা/ ডিডি