সোনার ময়না
সোনার ময়না পাখিটাকে
যতন করে রাখি,
অনেক ভালোবাসি তবুও
শুধুই দেয় ফাঁকি।
বুকের মাঝে পিঞ্জিরাতে
ময়না পুষে রাখি,
সাবধানে আর চুপিসারে
বারবার যে দেখি।
আপন আপন ভাবি যত
সেইতো ভাবে পর,
উড়াল দিতে চায় আকাশে
ছেড়ে নিজের ঘর।
টিটি / অনন্যা
কনক কুমার প্রামানিক প্রকাশ:
সোনার ময়না পাখিটাকে
যতন করে রাখি,
অনেক ভালোবাসি তবুও
শুধুই দেয় ফাঁকি।
বুকের মাঝে পিঞ্জিরাতে
ময়না পুষে রাখি,
সাবধানে আর চুপিসারে
বারবার যে দেখি।
আপন আপন ভাবি যত
সেইতো ভাবে পর,
উড়াল দিতে চায় আকাশে
ছেড়ে নিজের ঘর।
টিটি / অনন্যা