দুখে দুখে জীবন
মন যে আমার বসত করে
অচিন একটা দেশে
বনে বনে ঘুরি আমি
থাকি পাগল বেশে।
আপন বলতে আর কেউই নেই
আমার আশে পাশে
শূন্য হাতে ফিরি আমি
দু’চোখের জল ভাসে।
কেঁদে কেঁদে কাটে যে দিন
দুটি চোখের জলে.
মনের পাখি নৃত্য করছে
স্বপ্নে এসে বলে।
সুখ চাদরে দুখের ছায়া
দেখতে আমি পাই
বুকের ভেতর অনেক কষ্ট
পুড়ে হচ্ছে ছাই।
দুখে দুখে জীবন গেলো
তবু পাই না সুখ.
সেই পাখিটার জন্য আজও
কাঁদে পুড়া বুক।