Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

তোমার মনের গোপন পাতা

তোমার মনে মেঘ জমেছে ঘন ঘন ডাকছে অই?
গোপন জলে মাঠ ভিজিলে ধানে ধানে ভরে, সই।
তোমার মনে কী অভিমান ঘরে ফেরার খুব তাড়া,
বুকের ভেতর কে বসেছে- মনটা ধরে দেয় নাড়া?

তবুও কথার ঘূর্ণিঝড়ে ওলট-পালট ফুলের বাগ
কাছে আসার কল্পনাতে কৃষ্ণচূড়ায় রাতুল রাগ।
ফিরে যাওয়ার বেলায় কেন বারে বারে পেছন চাও
মনের গাঙে ঝড় ওঠেছে চোরা স্রোতে উজান বাও?

বুকের ভেতর কেমন আগুন জ্বলেপুড়ে হইলে ছাই
তোমার ঠোঁটের হাসি দেখি কে বা মনে হাত বাড়াই?
যাওয়া মানে আসার নাটক- থেকে যাওয়ার বাহানা
কে বুঝে আর সেই অভিনয়- মনটা করে তা-না-না।

তোমার মনের গোপন পাতা যে পড়িবে- মালা দাও
মায়ার আঁচল দিয়ে বেঁধে প্রেম সায়রে ভাসাও নাও।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ