দরিদ্রতার অভিশাপ
দরিদ্রতার চরম সীমায় ভুক্তভোগী যারা
জীবনটা কষ্টের খেলা ভালো বোঝে তারা।
দরিদ্রতার অভিশাপ যে কুড়ে কুড়েই খায়
নিঃস্ব হয়ে জন্ম হলে কষ্টের সীমা যে নাই।
অনাদর আর অবহেলায় কাটে ওদের দিন
সভ্যতার ইতিহাসে শোধ হবেনা তাদের ঋণ।
মুখে যতই বলুক সবাই কাজের বেলায় নাই
সত্যিই যেন দরিদ্ররা অধিকার ফিরে পায়।
এই পৃথিবীর নিঃস্ব যত সবার ভালো হোক
দরিদ্রতার অভিশাপ থেকে মুক্তি সবে পাক।