আষাঢ় এলে
আষাঢ় এলে বর্ষা বাদল
আসে ছন্দ তালে,
খোলা চালে দুর্বা ঘাসে
নামে গাঁয়ের খালে।
কদম গাছের শাঁখে শাঁখে
হলুদ ফুলের মেলা,
শিশু কিশোর যুবতীরা
খেলছে পুষ্প খেলা।
আষাঢ় এলে বিলের জলে
শাপলা শালুক ফোটে,
দূরন্তরা ঘুরে বেড়ায়
কলা গাছের বোটে।
হাওড় বাওড় নতুন সাজে
খেলছে বালি হাঁস,
আষাঢ় এলে মনে জাগে
গাঁয়ের বসবাস।