কৃষক বাঁচাও
বাংলার মাটি সোনা সম খাঁটি
কৃষকেরা জানে বেশ,
যত নদী খাল চাষি ধরে হাল
খাদ্যে বাঁচায় দেশ।
মাঠ ভরা ধান সবজি বাগান
ফলের নেই’কো শেষ,
ঋতু ঠিক গুণে বীজ যায় বুনে
ক্লান্তির নেই লেশ।
আধপেটা চাষি খেয়ে পচা বাসি
খেটে যায় বারো মাস,
মেটে না তো আশ কুঁড়েঘরে বাস
সে যেনো দশের দাস।
তবু ভালোবেসে জমিনে’তে মেশে
ঝরায় গায়ের ঘাম,
দালালের তরে চাষি প্রায় মরে
পায় না উচিত দাম।
কৃষক বাঁচাও উদ্যোগ নাও
বিধির মহান দান,
নইলে ভুবন পাবে না সুজন
মানুষ হারাবে প্রাণ।