সুদূরে ভেসে ওঠে
অধীর হয়ে তাকিয়ে রই দূর-সুদূরে,
কে যেন বাজায় বাঁশি বিরহের সুরে।
উড়ে যায় দূরে- সে যে অচিন পাখি,
পালকের বাতাসে কান পেতে রাখি।
অনুভবে যাকে আঁকি যার গন্ধ মাখি,
কাছে টানে শুধুই তার কুহক আঁখি।
কে তুমি ডাকো কাছে বিষণ্ণ তল্লাটে,
অশরীরী সম্মোহনে নিদ্রাহীন কাটে।
ঘোরের তন্দ্রালোকে খুঁজি বারেবারে
ভেসে যাও কূলহীন কোন পারাবারে?
হয়তো হবে না দেখা জানি কোনোদিন,
অদৃশ্যের কাছে রয়ে যায় আজন্ম ঋণ।
অনন্যা / টিটি