পরিত্যক্ত প্ল্যাটফর্ম
জারুল ফুলের দিনও ফুরিয়ে আসছে
কৃষ্ণচূড়ার ডালেও চলছে আগুন আগুন খেলা
তবুও আমার অপেক্ষা ফুরায় না
চলে যাওয়ার সময় তুমি পেছন ফিরে বলেছিলে,
‘ভালো থাকা হয় যেন। আবার আমাদের দেখা হবে।’
তারপর অনেকগুলো গ্রীষ্ম, বর্ষা, শীত চলে গেল
হাঁটি হাঁটি পা পা করে মুছে গেল বসন্তের রঙ
তবুও আমার অপেক্ষা ফুরায় না!
এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে থাকতে
চাঁদ আর সূর্যের লুকোচুরি খেলা দেখে কেটে গেছে
কত দিনরাত্রি; জোছনা কিংবা অমাবস্যাকাল।
অনেকদিন হয় স্টেশন মাস্টারও আসেন না এই দিকে
সিগন্যাল লাইটগুলো চুরি করে নিয়ে গেছে বখাটের দল।
বেলাশেষে এক পাগল এসে আমাকে বললো,
এই অপেক্ষা-টপেক্ষা বাদ দে রে, পাগলা;
এইদিকে আর ট্রেন আসবে না কখনো।
এই পরিত্যক্ত স্টেশনে তুই আর তোর অপেক্ষা বড্ড একা…