বিদ্যুৎ বিভ্রাট
বিদ্যুৎ এবার খেলছে খেলা
সব মানুষের সাথে,
দিনটা যাচ্ছে যেমন তেমন
কষ্ট বাড়ে রাতে।
সন্ধ্যে বেলায় বিদ্যুৎ গেলে
টেবিল কাঁদে একা,
বই পড়ে না ছেলেমেয়ে
মা দিলেও বকা।
মোমের দামও অনেক বেশি
অন্ধকারে বাড়ি,
রান্নাঘর আর টিভি দেখা
দুটোই দিলো আড়ি।
দুপুর রাতে ঘুম ভেঙ্গে যায়
ছোট্ট খোকাখুকির,
সুখের ঘুমে ছেদ পড়ে তাই
রাগটা বেশি সুখীর।
কারসাজিও চলছে সেথায়
কিছু মুখোশধারী,
দেশের বিদ্যুৎ করছে চুরি
বানায় গাড়ি বাড়ি।