Skip to content

২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সংজ্ঞা

জনে জনে শুধায় আমি মানুষ কারে কয়?
কেউ কেউ বলো আমায় মানবতা যার রয়।
জানতে চাই যে আবার আমি পশু কিসে হয়
অনেকেই বলে বুদ্ধি বিবেক নাই পশু সে হয়।

জানার বহু সাধ জাগে মানবতা সে কোথায়?
মানব অনুভূতি নেইকো যার মানবিক সে নয়।
ভালোবাসার অর্থটা আমি খুঁজি সবার মাঝে
হৃদয় যায় প্রণয় পূর্ণ প্রেমিক হওয়া তার সাজে।

অহংকারের মানে আমার জানতে ইচ্ছে করে
প্রত্যাশার প্রাপ্তি বেশী হলে সে অহংকারে মরে।
হিংসার দ্রোহ বড় বেশী জিজ্ঞাসু করে আমায়
পরের ভালো সয়না যার হিংসুক বৈকি আর?

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ