Skip to content

৭ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এ কবিতা তোমার জন্য

এ কবিতা তোমার জন্য
শুভ্র সাদা কাগজ আমার
বিশাল বড় আকাশ,
কালো মেঘ কালিতে করি
মনের ভাব প্রকাশ।

ছন্দে ভরে উঠে আমার
কবিতার যত ভাব,
তোমায় নিয়ে সকল লেখা
ভালোবাসার প্রভাব।

এই কবিতা তোমার জন্য
হৃদয় ছুঁয়ে যাক,
বিশাল মনে তোমার জন্য
ভালোবাসা ভরে থাক।

দাসত্বের শৃঙ্খল
প্রাগৈতিহাসিক যুগ থেকে বর্তমান অবধি-
বন্দিত্ব আর দাসত্বের কবলে মানবের অস্তিত্ব
এরিস্টটলের মহান ভাবনাও থুবড়ে পড়ে
যুগান্তেরের কত মহৎ ভাবনা বিফলে পর্যবসিত।

পুঁজিবাদের শোষিত আধুনিক সভ্যতায় এসে
ভোল পাল্টায় শুধু দাসত্বের শৃঙ্খল ধারায়
যুগে যুগে তবু রয়ে যায় কুৎসিত সে মানবিকতা
পিচ্ছিল চর্মের আবরণে কোনো দাগ কাটে না।

ভঙ্গ হয় না কভু বন্দি দাসত্বের নিদারুণ খেলা
মনিষীর বিফল মনোরথে বদলের ব্যর্থ প্রচেষ্টা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ