বৈশাখ এলে
ভেবেছিলাম বৈশাখ এলে বর্ধিষ্ণু হৃদয়ের
সবটুকু ভালোবাসা উজাড় করে দেব।
মেঘের কমল পরশে মুছে দেবো বিজন ব্যথা।
লোভী, নিষ্ঠুর,ঘৃণার হাত চৈত্রের ঊষরতায়
পুড়িয়ে নির্ভয়ে খুলে দেবো দখিনা বাতায়ন।
অসীম শূন্যতায় ঝলসানো ফুসফুস থেকে
হাহাকারের দীর্ঘশ্বাস শীতল করে দেবো।
চেয়েছিলাম যন্ত্রণার কায়ক্লেশ ভুলে
ঘুমিয়ে থাকবো তোমার বুকের সবুজ অরণ্যে।
অবশেষে বৈশাখ এলো, কিন্তু উদকশূন্য আকাশ।
নেই কোন জোয়ার ভাটার টান
প্রেমের বর্ষণ তাপদহে শুকিয়ে গেছে
মেঘের চোখে নেই বিরোহী কান্না।
খাঁ খাঁ রৌদ্রের ভ্যাপসা গরমে ঘর্মাক্ত শরীরের
জলে হাবুডুবি খায় নিলাভ চোখের ভালোবাসা।
হতাশার কালো ডানায় কা কা করে
কাকের কর্কশ কণ্ঠস্বর,তীব্র দহনে মুখ ঢাকি।
অঙ্কুরোদগম হলো না ভালোবাসার গোলাপ ফুল
প্রেমের দীর্ণ আরতি বৈশাখীর তাণ্ডবে ঘুরপাক খায়