রঙিন ডানায় স্বপ্ন
ফুল বাগিচায় উড়ে বেড়ায় প্রজাপতি শত
রঙিন ডানায় দৃষ্টি কাড়ে দেখলে অবিরত।
মনের সুখে সে ঘুরে বেড়ায় স্বপ্নময় রাজ্যে
আপন মনে স্বপ্ন বোনে শোভা বাড়ায় মর্ত্যে।
ভাবনাহীন দিবস কাটে সাজ সজ্জ্বায় মেতে
এদিক সেদিক ঘুরে দিন সুখেতে যায় কেটে।
অনেক বেশী শান্ত ওরা করেনা কারো ক্ষতি
বন্ধু সবারই প্রজাপতি রয়েছে জনশ্রুতি।