Skip to content

৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডা. জাফরুল্লাহ চৌধুরী

মুক্তিযোদ্ধার মৃত্যু নেই
আজীবনের স্বাধীনতার সন্ধানে,ছুটে বেড়ানোতেই তাঁর মুক্তি

যুদ্ধের ময়দানে আহত শত শত যোদ্ধা, হাজারো উদ্বাস্তু
যাদের চিকিৎসা, শুশ্রুষা প্রদানে ঝাঁপিয়ে পড়েছিলেন আপনি

ডা. জাফরুল্লাহ চৌধুরী
বিলেতের বিলাসী জীবন ছেড়ে দিয়ে এসে দেশের জন্য, এই ছিল আপনার মরণপণ লড়াই

পাকিস্তানী পাসপোর্ট ছিঁড়ে ফেলে দিয়েছিলেন মুক্তির ডাকে
দেশ স্বাধীন হয়েছে
স্বাধীন দেশের মুক্ত পাখি হয়ে বিশ্ব আকাশে স্বাধীন বিচরণ

স্বাস্থ্যমন্ত্রী হতে চাননি
ফিরিয়ে দিয়েছেন,প্রতিটি সরকারের আমলে রাষ্ট্রীয় ক্ষমতার সব লোভনীয় পদ
মানুষের পাশ থেকে সড়ে দাঁড়াননি
প্রকল্প পরিকল্পনা প্রণয়নে, বাস্তবায়নে নীরবে রেখে গিয়েছিলাম প্রথম সারির ভূমিকা

পিছিয়ে পড়া মানুষের প্রতিনিধি আপনি
অন্ধকার যেখানে থিক থিক করে আসে
শ্রম ঝরানো মানুষকে অন্ধকারে দাবিয়ে রাখার
পিষে ফেলার চেষ্টা করা হয়
তাদের মুক্তির পথে অগ্রজ আলোকবর্তিকা

অতি সাধারণ জীবনযাপনে তাদেরই প্রতিনিধি
মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধার অপমানে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েন
নিজের সমস্ত শক্তি দিয়ে লড়েন
জলের মত শান্ত মানুষ, আগুন যাঁর ভেতরে
স্বপ্ন ছড়িয়ে যায় শত শত মানুষের শিকড়ে

ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, বিদায় তাই বিদায় নয়
নতুন করে মুক্তির, বার্তা দিয়ে যাওয়া
হাওয়াই হাওয়াই জুড়ে থাকে মানুষের শ্বাস প্রশ্বাস
চেতনার রঙে রাঙিয়ে আজ, যে আকাশ আলোকিত
ঘাসে ঘাসে ভিজে ওঠা চোখের জল
পায়ে পায়ে আপনার চরণ ছাপ রেখে দেবে মাটি
বর্ণমালা অক্ষরগুলো, থাকবে সদ্য ফোটা ফুলের মত খাঁটি
গণমানুষের মানুষের মুক্তির আহ্বানে ডাক দিয়ে যান

আপনিও রাউজান, আমিও রাউজান
আপনিও চট্টগ্রাম, আমিও চট্টগ্রাম
আপনিও বাংলাদেশ, আমিও বাংলাদেশ

বিশ্ব মানবতার পথে
এসো মুক্তি, আপনাকে আমার প্রণাম

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ