হারিয়ে যাওয়া আমি
নিজের থেকে হারিয়ে গেছি আমি
হয় না থাকা খড়ের ঘরে
প্রায় পনেরো বছর ধরে
আগের মতো করি না পাগলামি!
হাতছানিতে ডাকে আমায় গ্রাম
সুখের পরশ দিবে বলে
পেছন পেছন হেঁটে চলে
ডাক দিয়ে যায় ধরে আমার নাম!
ফসল মাঠে দেখবো ধানের হাসি
আঁকাবাঁকা গাঁয়ের পথে
হাঁটবো আবার পায়ের রথে
শুনবো রাখাল বাজায় সুরে বাঁশি।
ভরদুপুরে কাটবো সাঁতার জলে
শাপলা-শালুক আনবো তুলে
ঘর ভরাবো ফুলে ফুলে
দেখলে মা ফের দিবে দু’কান মলে।
বনবাদাড়ে ঘুরবো বিকেলবেলা
কিচিরমিচির পাখির গানে
জাগবে সাড়া পাথর-প্রাণে
বন্ধুরা সব খেলবো মজার খেলা।
হারিয়ে যাওয়া দিনগুলোকে এনে
রাখবো ধরে বুকের মাঝে
যতই মজে থাকি কাজে
করবো স্মরণ রোজই রুটিন মেনে।