Skip to content

৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

একাকীত্বের ছায়ায়


একাকীত্বের ছায়ায়
তোমার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে
আমি সেদিন কাঁদতে পারিনি,
শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়তে পেরেছিলাম।
তোমার দেওয়া স্মৃতির মাঝে
সব স্মৃতি ধরে রাখতে পারিনি,
শুধু তোমার চলে যাওয়ার দৃশ্যটাই স্মৃতি হয়ে আছে।
তোমার লেখা সব চিঠি আজ জমা নেই খামে,
বিদায় বেলায় তোমার ক্ষমা চাওয়ার ঐ চিঠিটাই শুধু আছে।
তোমার সাথে তুলে রাখা সব ছবি আজ নেই এ্যালবামে,
তোমার চলে যাওয়ার পথের একটা ছবি আজও আছে।
তোমার সাথে কতবার গোধূলির আলো দেখেছি,
শেষবার যখন গোধূলির আলো নিভে দিতে এলে
তার স্মৃতি আজও মনে পড়ে আনমনে।
তোমার সাথে কতবার নৌকায় ভেসে গেছি বহুদূর,
যেদিন তুমি আসবে বলে এলে না।
সেদিন একা পাড়ি দেয়েছি অজস্র ঢেউ,
আজও সেই ভাসমান কষ্ট বুকে আছে জমা।
আমি আজও কচুরিপানার মতো ভাসি আর ডুবি,
এই তীর থেকে ঐ তীরে শুধু তোমাকেই খুঁজে আসি।
কোনদিন যদি তীর ভেঙে তুমি আছড়ে পড় নদীতে,
আমি যেন তোমায় বুকে জড়িয়ে ধরতে পারি।
আমি আজও ঐ ফেলে আসা দিনে বসত গড়ে থাকি,
একটা পদ্ম ফুল হাতে আজও গোধূলির আলো দেখি।
আজও শ্রাবণ এলে তোমার জন্য কদম ফুল এনে
জানালার পাশে ফুলদানিতে সাজাই মনের ভুলে।
আজও বসন্ত এলে তোমায় কোকিল করে ভাবি আনমনে,
আমি আজও কৃষ্ণচূড়ার ঝরে যাওয়া দেখি,
দূর থেকে তোমার গুনগুন গান বাতাসে উড়ে এলে শুনি।
আমি তোমার অপেক্ষায় ছিলাম এই পৃথিবীতে একাকীত্বের ছায়ায়,
আমি পরকালেও তোমার পথ চেয়ে থাকবো ভালোবাসার মায়ায়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ