তোমার মনের উঠানে
তোমার মনের উঠানে আজ
নবান্নের বেশ ধুম পড়েছে।
তোমার চোখের চাহনিতে
কিসের যেন নেশা ধরেছে।
একে-একে যদি ভাবি-
ভীষণ রকম অবাক লাগে!
এরচেয়ে বেশি অবাক লাগে-
যখন দেখি আপন তুমি;
হয়ে গেছে অন্য তুমি!
অতি কাছের প্রিয় মানুষ
সবটা ভুলে কেমন করে
সময়ের সাথে বদলে গেলে!
মিলতে পারো যুগের সাথে
কৃত্রিমতায় ঢাকতে পারো
সকল চাওয়া হয়না পুরন
সময় করে মিলিয়ে নিয়ো।
তোমার মতো যদি ভাবি-
থাকবো কেন পিছে পড়ে
যদি আবার তোমার মতোই-
মনের কথা মনেই রাখি!
অনেক কথা বলবো ভেবে-
তবু যদি নীরব থাকি!
যদি বলি তোমার মতো
ভেবে-ভেবেই লিখবো
ধীরে-ধীরে পারবো কিছু
বাকিটুকু শিখবো!
যায় না বুঝা অনেক কিছু
কৌশলে যা থাকে আড়াল।
না বুঝলেও কিছু বুঝি
তবুও সেই মনের মাঝে
মনের মতো মনটা খুঁজি
বাকীটুকু বাকীর খাতায়
স্মৃতিরা থাক স্মৃতির পাতায়!