নদীর তীরে ভাঁটফুল
আঁকাবাঁকা নদীর কূলে
নদীর পানি শুকিয়ে গেলে,
ফোটে তো ভাঁটফুল
হয় না রূপের তুল।
এই মনোহর শোভা দেখে
আপন করো কাছে রেখে
হয় না যেন ভুল
আহারে ভাঁটফুল।
রোজ বিকালে নদীর তীরে
নানানরকম ফুলের ভিড়ে
দিই ছুঁয়ে ভাঁটফুল
বড্ড যে তুলতুল।
মৌমাছিরা ভনভনিয়ে
মিষ্টি সুরে গান শুনিয়ে
ফুটোয় মনে হুল
কী যে হুলস্থূল!
দেখলে এমন দারুণ দৃশ্য
যাই হয়ে তো আমি শিষ্য
দেখতে লাগে বেশ
এটাই আমার দেশ।