ছিন্নপত্র
রোজ অন্ধকার নামে অনিশ্চিত গন্তব্যে;
জীবন ও জীবিকায় কেনা কালো অধ্যায়
সমাজের পরিত্যক্ত অথচ নেপথ্যে সুগন্ধি
প্রতিনিয়ত হাত বদলায় অচেনা দিগন্তে।
অভিশপ্ত সময়ের দায়ভার সুশীলেরও;
রক্তাক্ত রেচনতন্ত্রের অংশীদার সবাই
ছিন্নপত্রের দীর্ঘশ্বাসে কলুষিত প্রজন্ম
বীভৎস, কুৎসিত, পঙ্গু ভবিষ্যৎ সম্মুখে।