Skip to content

৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খুকু আঁকায় ছবি

ছোট্ট খুকু সকাল থেকে কি যেন সব ভাবে,
খাতা কলম হাতে নিয়ে কোথায় যেন যাবে।

রঙিন পেন্সিল তাও নিয়েছে জলের বোতল হাতে,
খুকু যাবে একলাতো নয় যাবে মায়ের সাথে।

আজকে নাকি শহিদ দিবস স্কুলে সে যাবে,
আঁকবে নাকি শহিদ মিনার সুখটা খুঁজে পাবে।

আঁকবে আরো দেশের ছবি ভাবনা যে তার কত,
ফুলের ছবি গাছের ছবি আ্ঁকবে মনের মত।

মা থাকবে কাছে কাছে ভয় যদি না পাই,
আঁকলো ছবি আপন মনে দেশেরও গান গাই।

ছবি আঁকা শেষ হলো যেই সবাই অবাক হয়,
ছবিগুলো সত্যি সবার মনের কথা কয়।

পুরস্কারও অনেক পেলো নেইতো হিসেব তার
ছুটে এসে মায়ের গলা ধরে যে বার বার।

মা যে তখন খুশির চোটে বলে অনেক কথা,
লড়াই করে আসলো ভাষা আসলো স্বাধীনতা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ