Skip to content

৯ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভালোবাসা এবং একটি প্রশ্ন

ভালোবাসার ফসল ফলায় কৃষক।

কর্ষিত মাটিতে বীজ বোনে
অঙ্কুরোদগমের চারা জন্মায়,
শ্রমে-যত্নে উৎপন্ন হয় ফসল
সকলের চোখে-মুখে ছড়িয়ে পড়ে নোলি আভা।

ভালোবাসার পথ কোনোদিনও মসৃণ ছিলো না-
আর ছিলো না বলেই তাদের বিশ্বাসের শেকড়ে
বাসা বাঁধে এক সুযোগসন্ধানী মাজরাপোকা।
একে একে কেটে-কেটে বিনাশ করে
সবুজ পাতা, কাণ্ড, ডগা, মূল- সবুজ ফসল!

তারপরেও,
সর্বহারা সর্বস্বান্ত প্রেমিক একটু একটু করে
ভালোবাসার দিকে হাত বাড়ানো প্রত্যায়ী।
যদিও কৃষকের ফলনে সবসময়ই লাভ পুঁজিপতির!

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ