Skip to content

৮ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দায়বদ্ধতার হাসি

দায়বদ্ধতার হাসি নিছক ছলনা;
পেছনে লুকানো তীব্র কষ্ট
ঠোঁটের কাঁপুনি, তৃষ্ণার্ত আর্তনাদ।
অনিয়ন্ত্রিত আঁখিতে নোনাজল
যন্ত্রণার অদ্ভুত আর্তচিৎকার।

চেয়ে দেখ ওই অবুঝ শিশুর চোখে-
যে মায়ের কোলে খিলখিলিয়ে হাসে;
আকাশের নীল দেখে হাসে
বাতাসের শব্দ শুনেও হাসে
কারণে হাসে, অকারণে হাসে।

প্রাণসঞ্চার হাসি নিষ্প্রভ অন্তরাত্মায়;
ইচ্ছে করলেই ছুঁতে পারি না সৌন্দর্য
অধরা রয়ে গেছে জীবন গল্প পাতায়
জানি না, কী লেখা আছে হালখাতায়।

আজ বড্ড ঈর্ষা হয় শিশুর হাসিতে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ