Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মানুষের মতো চেহারা

মানুষের মতো চেহারা,
কিন্তু মানুষের ভেতর মনুষ্যত্বহীন এরা কারা?
পশুর মাঝেও আজ মায়া ভালোবাসা,
মানুষের মাঝে পশুর আত্মা।
পশু তো নিজের জাতের খায় না কলিজা,
কিন্তু মানুষ ভায়া আজব চিড়িয়া।
নিজের জাত ভাইরে খেয়ে ফেলে গিলে
এতটুকু ঢেকুর তুলে না ভুলে।
মানুষ যদি হয়ে যায় মনুষ্যত্বহীন,
মানুষ বলে তারে চেনা কঠিন।
দেখতে মানুষ বটে
মনের আসল রুপ তার পাল্টে গেছে।
পশুর মত চুষে খায় রক্ত,
আপন জাতের কলিজা কেটে।
এতটুকু বুক তার নাহি কাঁপে,
দিগন্ত সমান পাপ করে সে
বীরত্বের দিচ্ছে হাসি,
নিজের বানানো দড়ি পড়বে গলায় ফাঁসি।
মনে রাখা গেছে ভুলে,
সব পশুদের মৃত্যু কিন্তু
পশুর মতই হবে

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ