ফাগুন এলো
ফাগুনের দীপ্ত প্রাণে নহলী পাতার ঘ্রাণে,
মায়াবী কুহক টানে মন ভ্রমরের গানে!
কুঞ্জবনে মৌমাছির গুঞ্জরিত হিন্দোল,
ফুলেতে আগুন হাসি নহে দহন কোন্দল।
বিদায়ী শীতের রেশ শিরশির তবু বেশ,
রাতে ঝরা শিশিরের এখনো হয়নি শেষ।
পরিযায়ী পাখিদের উচ্ছ্বসিত জলকেলি
বসন্তেই ফিরে যাবে ফাগুনের সাজ ফেলি।
ফাগুন বরণে আজ নেচে গেয়ে মাতে সব,
খোঁপা ভরা গাঁদা ফুলে তরুণীর কলরব।
কোকিলের কুহুতানে পলাশ শিমুল বনে,
উদাসী বাতাসে কেউ বিরহ লুকায় মনে।