প্রজাপতির ডানায় ওড়ে
ফাগুন হাওয়া বইছে সুখে
সবুজ পাতা দোলে রে,
রঙ বেরঙের পাল তোলা নাও
নদ-নদীদের কোলে রে।
গাঁদাফুলের রঙ মেখে রোদ
ঝরছে চারিধারে রে,
মাতাল হাওয়া ফুলের গন্ধ
বহায় ঝাউয়ের ঝাড়ে রে।
কোকিল গানে মুখর পাড়া
কৃষ্ণচূড়ায় আগুন রে,
প্রজাপতির ডানায় ওড়ে
রঙ বাহারি ফাগুন রে।