নীলাভ নিঃসঙ্গতায়
কেন যে সুখের কথা বলে,
কাটিয়ে দিলে একটি যুগের বেশি।
মস্ত বড় উঠোনটাতে, চাঁদের আলোর,
বল, অভাব কোথায় ছিল?
স্বচ্ছ নীলাভ কাঁচের দেয়াল ভেঙে
উড়িয়ে দিলে পালক ছেড়া পাখি।
সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে রাখো একাই,
সে আসবে বলে, আশায় ছিলে জানি।
নাম না জানা গল্প শোনাও বসে,
আশেপাশে কেউ ছিল না জেনেও।
ভাবছো শুধু মুখচ্ছবি কত বছর ধরে,
জল রঙে তো আঁকলে না তা আর!
মনের দেয়াল ভাঙলে শুধু একা,
গড়বে বলে আপন কারুকাজে।
ডাকপিয়নের ডাক এসেছে ভেবে,
পথের ধারেই কাটলো খেয়ালে।
চোখ দু’টোকে ভরছো লোনা জলে,
আলতো হাতে তাই, মুছলে বারে বারে।
সময় গুলো দেখো, যাচ্ছে বয়ে চলে,
আগের মতো ফিরবে না যে আর!
সবটা জেনেও কোন্ সে আশায় আজও?
কাটছে সময় তোমার, তার’ই কথা ভেবে।