কোথা আজ হারালো!
কোথা আজ হালো সে শৈশব!
সেই প্রিয় মুখ আজ কই সব?
মিঠু সেতু নোমান আর তৃপ্তি
ছড়াতো যে সারাক্ষণ দীপ্তি।
ইসকুল প্রাইভেট আর খেলাতে
পাশে রয়ে যেতো সারাবেলাতে
কই মোর সেদিনের সাথীরা ?
আলোময় জীবনের বাতিরা !
ক্লাশরুম শিক্ষক খাতা বই
সময়ের স্রোতে ভেসে গেলো কই?
মনে পড়ে সেই দিন খুব যে
জাগে মনে ফিরে পেতে লোভ যে।
অকালেই সব গেছে ঝরে তো
জল আসে ভেবে চোখ ভরে তো।