Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দাম কমেছে বিবেকের

মনুষ্যত্ব এখন সস্তায় বিকোয়
উবে গেছে মমতার প্রয়াস;
লজ্জায় মুখ ঢাকে মহানুভবতা
দাম কমেছে বিবেকের।

সিংহাসনে অধিষ্ঠিত উশৃংখল
যত্রতত্র ছড়িয়ে ময়লার স্তুপ;
দুর্গন্ধ ভাসে নববধূর বাসরে
জটলা পাকিয়েছে ইমামের চরিত্র!

খাবারে হারিয়েছে অতীতের স্বাদ
চতুর্দিকে নাই, নাই আর নাই শব্দ;
মুখ থুবড়ে পড়ে আছে বর্তমান
ভ্রুণেই বিনষ্ট ভবিষ্যৎ!

জাগ্রত হোক ঘুমন্ত মনুষ্যত্ব
মুছে যাক যত্তসব অন্ধত্ব;
ফিরে আসুক নির্মল বাতাস
ধ্বংস হোক জমে থাকা হতাশ।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ