Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হিম পৌষের প্রাতে

শীতের ভোরে -পৌষের দিগন্ত ঝিমিয়ে আছে
শীতার্ত পাখিরা কলাহলে জাগেনি এখনো গাছে।
দীর্ঘরাতের শীত চুয়ে পড়ে পত্রহীন বৃক্ষের পরে
বাতাসে তুমুল হিম ঝরে ছকিনাদের কুঁড়েঘরে,
কুয়াশার ঘোরে শীত ঝরে,শিশিরের সাথে ভোরে।
কনকনে শীত পড়ে ফুটপাত আর বস্তির প্রান্তে
ঠোঁটকাঁপা শীত পড়ে বস্ত্রহীন গরিবের গাত্রে,
শীতে কাঁপে থরথর ঘুম নেই রাত্রে।
শীত বিলাসিদের শীত আসে উঁচুউঁচু দালানে
লেপের ওমে উষ্ণতা লোভে লাল ঠোঁট চুম্বণে,
হাত দু’টি গুটিসুটি শীতবস্ত্র বিতরণে।
নিষ্ঠুর ভাগ্যদোষে ওরা ভাসমান ফুটপাতে
শীত নিবারণে বস্ত্রহীন ঘরহীন শীেতের রাতে,
রাস্তার পাশে শুনেছো কি নবজাতকের চিৎকার ?
যাচে জন্মের অধিকার তীব্র হিম পৌষের প্রাতে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ