Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুঃখবাদী

প্রিয়া, তোমার চোখে প্রেম দরিয়ার ঢেউয়ে
আমার নিত্য অবগাহন
এ রকম এক নিষ্পাপ ঢেউয়ে আমার জন্ম
জন্ম আমার আজন্ম তোমার বুকে আশ্রয় খোঁজে
তবে কেন ভুল বুঝ আমায় বারংবার
নক্ষত্রের রাতেও তুমি দিশেহারা হবে
আমার জানা ছিল না

আমি কি তোমার দুখের বন্দনা করি নি?
হিমালয় সরিয়ে তোমার ডেরায় ছুটে যাই নি?
এক পৃথিবী নোনাজল দেই নি?
আবিষ্কার করেছি তোমায় বড় সাধে
তরতাজা যৌবন উৎসর্গ করেছি তাতে
হরদম ঝিমিয়ে থাকি
স্রেফ তোমার স্বপ্নের মানচিত্র রাঙ্গাতে

আমি খিড়কি কেটেছি বুকের ঘরে তোমার বাটির দিকে
রাতে বে-শুমার পায়রা বানাই তোমার কথা বলার
দিনে খোঁজ নেই তোমার সম্ভাব্য আড্ডায়
গড়েছি সাতটি কবিতার পাণ্ডুলিপি তোমার বর্ণনায়
একটি ছোট্ট আবাসও
মনের আকাশ হতে বৃষ্টি ঝরাই বারংবার
যেন হেসে উঠে তৃণ-লতা ফুল-ফল তোমার উঠোনে

দেখো, সব সুখ মারা যায় সব মাঠে
সব জল ঝরে পড়ে সব শ্রাবণে
তোমার সাথে কেঁদে কেঁদে
ভুল বুঝো না, প্রিয়া!
এ জীবন শুধু তোমারই হয়ে বাঁচবে
এ কলম শুধু তোমারই কাব্য করবে
তুমি ‘দুঃখ’ হয়েই থাকবে
আর আমি ‘দুঃখবাদী’

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ