Skip to content

৮ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদায় বর্ষ

শত সহস্র ও লাখো ক্ষত আর হতাশার গ্লানি
পেরিয়ে তিনশ পঁয়ষট্টি দিবস পেছনে ফেলে
আরেকটি নব বর্ষরে করি সম্মুখে আহবান
ব্যথা-বেদনা ও অজস্র সুখস্মৃতি দিয়ে গেলে।

অতীতের অতলে বিস্মৃতির তলদেশে বিলীন
ক্ষণে ক্ষণে কালের গর্ভে মিলিয়ে যায় বছর
দুরন্ত ক্ষণ নদীর স্রোতে পাল্লা দেয় সীমাহীন
বিদায়ী বর্ষে কভু বাড়ে স্বজন কেউ হয় পর।

ইতিহাসের পাতায় জমা হয় দগ্ধ-বিদগ্ধ মুহূর্ত
যা হয়েছে বেশ হয়েছে সামনে যে আসছে কি?
বিদায় দিতে হচ্ছে তবু ঐ নিয়মের বেড়াজালে
জীর্ণতাকে বিদায় দিয়ে নতুনকে নিয়েই ভাবি।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ