Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রসের ফোঁটা

রসের ফোঁটা খেজুর গাছে
কী যে মধুর মিষ্টি!
মহান যিনি সেই প্রভুর
এক আশ্চর্য সৃষ্টি।

খেজুর রসের গন্ধ পেয়ে
ভূবন ভরে সখ্যে,
মিতালি হয় গাছে জীবে
হাঁড়ি বাঁধা বক্ষে।

নবীন-প্রবীণ গ্রামান্তরে
বিহগ-অলি সবে,
রসের খোঁজে দেশান্তরে
মন ভিজাবে তবে।

বাঙালিদের ঐতিহ্য আজ
যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে,
ভালোবেসে রক্ষা করি
আনিবে সুখ বয়ে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ