অনুভব
আকাশসম স্বপ্ন তোমায় ঘিরে
তুমি নির্বিকার তোমার নীড়ে৷
আমার চাওয়া গুলো অকৃত্রিম
তোমার কাছে তা মূল্যহীন
আমার জগত শুধুই রঙিন
তোমার জগত ধূসর বর্ণহীন ৷
আমার অস্তিত্ব তোমায় বাঁধা
আমার কাছে তুমি গোলকধাঁধা৷
আমার বসন্ত তোমায় ঘিরে
তোমার ফাগুন অন্য তীরে৷
আমার আমৃত্যু তোমার সীমান্তে
তোমার সুখ আমার জীবনান্তে৷