সুখের কাছে ফেরা
অযাচিত মনের দাম দিতে গিয়ে
কত যে হেঁটেছ পথ, বোঝনি,
কুড়িয়েছ নুড়ি, পাথর সমুদ্র তটে।
ভুলেছ কতো মত, কতো পথ,
দিন শেষে তোমার কাছে তুমি একা।
অশনি বোঝনি, তাপ দাহে জ্বলেছ,
পুড়ে হয়েছ খাঁটি, অবিকল সে’ই।
অতলে হারিয়ে গিয়েও ভেসেছ,
যারা তোমাকে নিয়ে ভাবেনি একবার’ও,
আজ নতুন করে ভাবতে বসেছে তারা।
তুমি স্মিত হাসি মুখে ফিরেছ ঘরে,
ভালো আছো, বুঝে গিয়েছে হিংসুক,
কৃপা নাওনি, সে তোমার অসামান্যতা।