Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রভাত-ফেরির রণতূর্য

স্বাধীনতা সে তো মুক্ত গগনের ওই উদিত রক্তিমা সূর্য,
অদম্য,সাহসী তরুণ-তরুণীদের প্রভাত-ফেরির রণতূর্য।
ছেলে হারানো জনম দুঃখিনী মায়ের বুক ভরা ব্যথা,
কৃষক,শ্রমিক,কুলি,মজুরি অসহায় মানুষের কথা।

স্বাধীনতা সে তো লাল-সবুজের বিজয় নিশানের হাসি,
নিশীথ রাতের মন-মাতানো রাখালিয়ার মোহন বাঁশি।
বাংলাদেশের হৃদয় জুড়ে বাংলা ভাষার সুবাসিত ঘ্রাণ,
যা’র সুবাসে উতলে ওঠে বাঙালি জাতির মন ও প্রাণ।

স্বাধীনতা সে তো বাবা হারানো অবুঝ শিশুদের কান্না,
দূর্বাঘাসের বুকে আমার ভাইয়ের তাজা রক্তের বন্যা।
পৃথিবীর বুকে মজলুম,অসহায় মানব জীবনের মুক্তি,
একাত্তরের বীর সেনাদের প্রতি বাঙালি জাতির ভক্তি।

স্বাধীনতা সে তো সবুজ বনের পাখ-পাখালিদের জয় গান,
পদ্মা,মেঘনা,যমুনা নদীর জল তরঙ্গের উত্তাল কলতান।
অত্যাচারিদের সকল অন্যায়,অবিচার মোকাবেলা করা,
অদম্য,সাহসীকতার সাথে পৃথিবীর বুকে সত্যেকে তুলে ধরা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ