বিজয়ের জয়গান
একাত্তরের এ এক মহান মর্মান্তিক অভ্যুদয়
নয় মাস আর এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত
বিশ্বের বুকে স্থান করে নেয় স্বাধীন এক জাতিস্বত্তা
একান্ন বর্ষে আজ গর্বিত বাঙালি মুখে হাসি স্ফিত।
তিরিশ লক্ষ তাজা প্রাণের মূল্য কভু শোধবার নয়
প্রিয় মা বোনদের সম্ভ্রম আর নিঃস্বার্থ আত্মত্যাগে
পেয়েছি আজকের লাল সবুজের সোনার বাংলা
সহসাই নয়, বহু তিতিক্ষা আর রক্তক্ষয়ী সংগ্রামে।
বিনম্র শ্রদ্ধায় আজ তাদের তরে অবনত হয় শির
চিরদিন থাকবে অন্তর জুড়ে সকল বাঙালি বীর।