Skip to content

৪ঠা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সন্ধান

বায়ু তোমার ধর্ম কী?
আয়ু ফুরোলে ব্রহ্মাণ্ড
হাঁড়ির ভেতর দানাপানি
বিষয় আশয়, শূন্য ভাণ্ড।

জল তোমার ধর্ম কী?
ঈশ্বর আল্লা ভগবান
পানি বলো আর ওয়াটার
তিয়াস মিটলে বাঁচে জান।

অন্ন তোমার ধর্ম কী ?
জগৎজুড়ে একই ক্ষুধা
লোভের চোখ সীমাহীন
ধ্বংস করে বসুধা।

সৃষ্টি তোমার ধর্ম কী?
পালন এবং প্রতিপালন
রক্তধারা শরীরনদী
জীবন তার সঞ্জীবন।

লালন তোমার ধর্ম কী?
না হিঁদু না মুসলমান
জাত বর্ণ যাবে যাক
ডুবে যাক বেহুঁশের মান।

তোমার আমার সুরনদী
আকাশ পাতাল সাক্ষী থাক
সূর্য তোমার ধর্ম কী?
আলোর পথে অনেক বাঁক।

শিরা যেমন একতারা
উপশিয়ায় বহুধারা
রোদ জোছনার অভিযান
অচিন পাখির সুলুক সন্ধান।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ