পরীক্ষাতে ভয় পেও না
পরীক্ষাতে ভয় পেও না
ওরে ছাত্রদল,
পড়াশোনা করলে বেশি
ভালো হবে ফল।
সিঁড়ি বেয়ে উঠতে হবে
একের পর এক ধাপ,
কাজটা তোমার ভালোবাসো
নিও না তো চাপ।
ছাত্রজীবন তবেই সফল
করলে ভালো পাশ,
সবার থেকে এগিয়ে যাবে
পড়লে বারো মাস।
পরীক্ষাতে সফলতা
আসতে পারে নীড়ে,
নতুন রবির কিরণ তোমায়
ধরবে তোমায় ধীরে।