Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিগন্তের সীমানায়

বিশাল পৃথিবী! জেনে রেখো তা গোলাকার,
হারাবার ভয় নেই, নিশ্চিয়ই দেখা হবে
কোন কক্ষে।
মহাকালের নিকট ধার চাইবো না
কিংবা চড়া সুদে চড়াবো না লেনদেন,
তবুও দিগন্তের সীমানায় পাহারাদার ভেবে লজ্জা নিওনা,
এক অন্তর চোখ মহাকাল ভেদকরে
পৌঁছতে পারে গন্তব্যে।
মাটি চষে চষে নাইট্রোজেন পরখ করে
উর্বরতায় খুঁজে নিতে পারে জীবনের সাধ,
পাথর ভেঙ্গে অণু-পরমানু’র মধ্যেও
দেখা যেতে পারে জীবনের স্ফুলিঙ্গ।
স্ফুলিঙ্গের চোখ ধাঁধানো জ্যোতি বলে দিতে পারে জীবনের মানে।
সীমা -অসীমার মধ্যে গোলক কক্ষে একবার খুঁজে নিতে পারে বিশ্বাস।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ