Skip to content

৭ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃত্ত

তোমরা বৃত্ত আঁকো
বৃত্তের ভিতর কেন্দ্র থেকে পরিধি বরাবর
এক একটা সাঁকো।

বৃত্তচ্যুত মানুষের কথা আর মনে রাখো না
যত কাটো, তত তৈরি হয় কারাগার
যেন খাঁচার ভেতর গড়ে ওঠা
সমাজ-রাষ্ট্র-পরিবার।

কাঁটাতারে যাদের হৃদয় ছেদ হয়,তারা কেউ না
তাদের স্মৃতির কাঁটার ভেতর
ঘুরে ফিরে শুধু তোমরা
তোমরাই ফুল, তোমরাই মধু
ওরা যেন বিবাগী ভোমরা।

যেন একটা রেললাইন
পাটাতনে ঘষটে ঘষটে শুধু গাড়ি যায়
বুক শক্ত পাথর করে
ওরা সভ্যতার পায়ের তলায়।

যাযাবরের স্থান কোথাও হয় না
ঘরছাড়া পাখিদের দেশ কোথাও হয় না
তোমাদের খাঁচা, ওদের বাহির
প্রাণ হারালে, সব শূন্যে হাওয়াই।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ