জীবন সংহার
অন্যের কাঁধে ভর রেখে যখন আসে জয়
উল্টো পথে উল্টো রথে ইজ্জত হবে ক্ষয়
ধার করা বুদ্ধিতে যদি চলে সমাজ সংসার
সভ্যতাও ন্যাংটা হবে, জীবন হবে সংহার।
বিবেক বুদ্ধি লোপ পেয়ে সম্মান যাবে ধুয়ে
ভালো মন্দ না বুঝে তাই মাথা পড়বে নুয়ে
এভাবে যদি চলতে থাকে বিবেক হবে পচন
দেশটা যাবে রসাতলে জাতির হবে পতন।
সাদাকে সাদা বলো আর কালোকে কালো
ভালো কাজ করলে তবে জীবন হবে আলো
যা-কিছু তোমার নিজ আছে খুশি হও তাতে
এমন সকল কাজ কর তুমি মানবধর্ম যাতে।