বিশ্বকাপের উন্মাদনায় আতিক এ রহিম প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ১১:৩৬ এএম বিশ্ কাপের উন্মাদনায়কাঁপছে সারা দেশসেই উল্লাসে নাচছে ভক্তনিয়ে সাথে রেশখেলা হবে সবার মুখেখেলবে খেলোয়াড়ভক্ত মাঝে ওঠছে সোরআনন্দের জোয়ারসারা বিশ্ব কাঁপছে জ্বরেকাতার বিশ্ব কাপেখেলবে যে দল সবার সেরাকাপটা নিবে লুফে Share