Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাসিতা স্বর্নালী রায়

আজো চোখের সামনে ভেসে ওঠে তোমার সেই হাসিমাখা নোলক পড়া মুখখানী!
সেই চঞ্চলতা,কারণে অকারণে উজ্জল উচ্ছল দুষ্টুমি-
আজো ছুঁয়ে যায় আমাকে দখিনা হাওয়ার মতো-
শুভ্র মেঘের মিছিল যখন ঘুরে বেড়ায় ঐ সীমাহীন আকাশের বুক জুড়ে,
আমি তখন আমার সমস্ত দেহ জুড়ে অনুভব করি তোমার স্পর্শ।
নির্জন ঘরে আমার একাকীত্বের মাঝে জানালা ভেদ করে আসা –
রুপালী চাঁদের আলোয় দেখতে পাই তোমার ছায়া,
মোহিত হই তোমার দেহের মাতার করা গন্ধে!
নূপুরের রুমঝুম শব্দে আজো আমি উদাস হই তোমার ভাবনায়।
এভাবেই প্রতিটি মুহূর্ত স্মৃতির আঙিনায় মায়াবিনীর মতোই বিচরণ করো তুমি নির্বাসিতা স্বর্নালী রায়!

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ