কিছু শব্দ
কিছু শব্দ থাক না
লেখার বাকি
সব শব্দের কষ্ট
সয় না আঁখি।
কিছু ফুল দিয়ে যায়
হৃদয়ে জ্বালা
সব ফুলে যায় না
গাঁথা মালা।
কিছু মন সহজে
যায় না চেনা
কিছু স্মৃতির পাতা
রয়ে যায় অজানা।
কিছু প্রেম ভালোবাসা
হয় যে ঘোলাটে
অনেক মিষ্টি সুর
থেকে যায় ললাটে।
কিছু চোখের জল
নীরবে ঝরে
অনেক না বলা কথা
বাতাসে উড়ে।
কিছু রং জীবন থেকে
মিটে যায় চিরতরে
অসহায় তুলি পড়ে রয়
বেদনার বালু চরে।