জ্ঞানের আলো কনক কুমার প্রামানিক প্রকাশ: ৬ নভেম্বর ২০২২, ০১:০৬ পিএম জ্ঞানে ভরা শুদ্ধ মনআলোকিত এ ধরা,জ্ঞান বিনে কালো হৃদয়অন্তরটা মরা।জ্ঞান আলোয় আলোকিতপবিত্র সে আত্মা,জ্ঞানহীন অন্ধ জনসংসারে অকর্মা।শিক্ষা ছাড়া অচল মানুষচোখ থেকেও নাই,নিরক্ষর এমন লোকভাঙা কুলার ছাই। Share