জীবনের পাঠশালা
জীবন বড় অদ্ভুত!যার ভাঁজে ভাঁজে বাস্তবতা
পুঁথিগত বিদ্যা ম্লান জীবনের পাঠশালা ঘরে
পৃথিবীর বুকে-অঙ্গে যেমন সাতরঙা মেকিত্ব
তেমনি মানুষ মুখ গিরগিটি রঙের নেকাবে।
জীবনের আয়ুপথে অসীম অতল ক্ষুধা-তৃষ্ণা
সূর্যমুখী দৃষ্টিচোখে ভরে বেদনার নীলাকাশ
সময়ের চোরাবালি গিলে খায় জীবনের মানে
শুন্যতায় চাপা পড়ে অজস্র স্বপ্নের মৃতদেহ।
বাস্তবতার ডাস্টারে মুছে দিগন্তরেখার আলো
অন্ধকার শুধু জানে জোনাকির আলোর কদর
জীবনের চরাচরে জেগে উঠে জোছনার আলো
মানুষেরা খুঁজে নেয় অন্ধকারে যাতায়াত পথ।
জীবনের মানচিত্রে সাপলুডু এ আলো-আঁধার
চিনিয়ে দেয় অক্ষর জীবনের পাঠশালা ঘরে
‘মানুষ’ অক্ষরে লেখা জীবনে আসেনা অন্ধকার
তবু ভুলে যাই সব- মানুষেরা গিরগিটি বলে!